নওগাঁয় জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১১:২৫ এএম, ১১ নভেম্বর ২০১৭

নওগাঁয় জেলা জাতীয় পার্টির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে শহরের নওজোয়ান মাঠে জেলা জাতীয় পার্টি আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- দলের প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি মজিবুর রহমান সেন্টু।

জাপার কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব ও জেলা জাপা সভাপতি অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন- জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ নুরল ইসলাম ওমর এমপি।

এ সময় অন্যদের মধ্যে কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক ইকবাল হোসেন রাজু, যুগ্ম-মহাসচিব গোলাম মো. রাজু, অ্যাডভোটে নুরুল ইসলাম তালুকদার এমপি, সদস্য আকবর আলী কালু, আলহাজ কফিল উদ্দিন সোনার, তিতাস মোস্তফা, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির চৌধুরী, বগুড়া জেলা যুব সংহতি সভাপতি ফারুক আহমেদ, রাজশাহী মহানগর জাপা সাধারণ সম্পাদক খন্দকার মোস্তাফিজুর রহমান ডালিম, জেলা জাপা সাধারণ সম্পাদক ইফতারুল ইসলাম বকুল, আনছার আলী, আকাশ কুমার উজ্জল, ইলিয়াস হক বাদশা, শেখ মজিবুর রহমান সাগর ও মোশারফ হোসেন প্রমুখ।

এ সময় দলের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে অ্যাডভোকেট তোফাজ্জল হোসেন সভাপতি ও ইফতারুল ইসলাম বকুলকে সাধারণ সম্পাদক করে ১১২ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

আব্বাস আলী/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।