পটুয়াখালীতে ৩৩০ লিটার চোলাই মদ উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১১:৩৫ এএম, ১২ নভেম্বর ২০১৭

পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অভিযান চালিয়ে ৩৩০ লিটার চোলাই মদ উদ্ধার করেছে র‌্যাব। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মহিপুর এলাকায় অভিযান চালিয়ে এসব মদ উদ্ধার করে র‌্যাব।

রোববার দুপুরে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের (অতিরিক্ত পুলিশ সুপার) কমান্ডার মুহাম্মদ ছুরত আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার রাতে উপজেলার মহিপুর এলাকায় অভিযান চালায় র‌্যাব। এ সময় মহিপুর গোড়া আমখোলাপাড়ার নুসার রাখাইনের বাড়িতে অভিযান চালিয়ে ৩৩০ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। পাশাপাশি মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ ঘটনায় রোববার তিনজনকে আসামি করে র‌্যাবের পক্ষ থেকে মহিপুর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।