হেরোইনসহ পৌর কাউন্সিলর গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১২:৪২ পিএম, ১৩ নভেম্বর ২০১৭

নেত্রকোনার সুইপার কলোনিতে ঝটিকা অভিযান চালিয়ে এক পৌর কাউন্সিলরসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার দুপুরের দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর ইলী জাগো নিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা মডেল থানা পুলিশ সোমবার বেলা সোয়া ১টার দিকে সুইপার কলোনি থেকে নেত্রকোনা পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর মো. শফিকুল ইসলাম খান খোকনকে (৪৫) গ্রেফতার করে। পরে ওখান থেকে লাবনী আক্তার (৩০) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়।

তাদের দেহ তল্লাশি করে কাউন্সিলর খোকনের কাছ থেকে ১১০ গ্রাম হেরোইন ও লাবণী আক্তারের কাছ থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১১ লাখ টাকা। তাদরে বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।

কামাল হোসাইন/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।