‘আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন শেখ হাসিনা’
কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম বলেছেন, বর্তমান সরকারের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হবেন শেখ হাসিনা। তাই আওয়ামী লীগকে ভোটকেন্দ্র ভিত্তিক রাজনীতিতে ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, নেতাকর্মীদের কাজ একটাই, টানা তৃতীয় বারের মতো শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী নির্বাচিত করা। আগামী সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে এখন থেকে কাজ শুরু করতে হবে।
সোমবার সন্ধ্যায় লক্ষ্মীপুরের রায়পুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় মাঠে কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক হারুনুর রশিদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সময় সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুল মান্নান মুন্সি, স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক ডা. এহসানুল কবির জগলুল।
এ সময় বক্তব্য রাখেন- কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এমএ মমিন পাটোয়ারী, কেন্দ্রীয় যুবলীগ নেতা শামছুল ইসলাম পটোয়ারী, জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল ও সাধারণ সম্পাদক রাকিব হোসেন লোটাস প্রমুখ।
কাজল কায়েস/এএম/আরআইপি