গরু আনতে গিয়ে নজর পড়ল বাক প্রতিবন্ধীর ওপর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ১৩ নভেম্বর ২০১৭

নওগাঁর মহাদেবপুর উপজেলায় বাকপ্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযােগে আমেদ আলী (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

আটক আমেদ আলী উপজেলার উত্তরগ্রাম ইউনিয়নের কর্নপুর গ্রামের জেলাপাড়ার মৃত মন্টুর ছেলে। সোমবার বিকেলে নওগাঁ সদর উপজেলার চক আবরশী গ্রাম থেকে আমেদ তাকে আটক করা হয়।

থানায় মামলা সূত্রে জানা গেছে, সোমবার সকালে প্রতিবন্ধী ওই নারীর (৩৫) বড় ভাই সাহার আলী একই গ্রামের আমেদ আলীসহ অজ্ঞাত নামা কয়েক জনের বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। রোববার বিকেলে বাড়ির পাশে মাঠে গরু আনতে গেলে একা পেয়ে বাক প্রতিবন্ধী ওই নারীকে ধর্ষণ করা হয়।

মহাদবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, সদরের ভীমপুর পুলিশ ফাঁড়ি এলাকার চক আবরেশী গ্রাম থেকে আমেদকে আটক করা হয়। বাকি আসামিদের দ্রুত আটকের চেষ্টা চলছে।

আব্বা/এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।