পটুয়াখালীতে ৪০ মণ জাটকা জব্দ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৩:২৮ এএম, ১৪ নভেম্বর ২০১৭

পটুয়াখালীতে বিভিন্ন বাস ও ট্রাকে অভিযান চালিয়ে ৪০ মণ জাটকা জব্দ করেছে র‌্যাব-৮। সোমবার সন্ধ্যার পর থেকে রাত ১০টা পর্যন্ত শহরের লাউকাঠী ব্রিজের টোল প্লাজা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বাকাহীদ হোসেন, র‌্যাব-৮ এর উপ-অধিনায়ক মো. ছুরত আলমসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা অংশ নেন। পরে জব্দকৃত জাটকা শহরের বিভিন্ন এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ে বিতরণ করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার মো. বাকাহীদ হোসেন বলেন, ইলিশের উৎপাদন বৃদ্ধি ও জাটকা সংরক্ষণে এ অভিযান অব্যাহত থাকবে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।