ধামইরহাটে বিদেশি পিস্তলসহ দুই অস্ত্র ব্যবসায়ী আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১২:১২ পিএম, ১৪ নভেম্বর ২০১৭
প্রতীকী ছবি

নওগাঁর ধামইরহাট উপজেলায় দুইটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিনসহ দুই অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-৫ এর সদস্যরা।

মঙ্গলবার বেলা ২টার দিক ধামইরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বিহারীনগর নুরানি মাদরাসা মােড় এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজলার উমার ইউনিয়নের দৌলতপুর গ্রামের ইসমাইল হােসেনের ছেলে জয়নাল হােসেন (৩৯) এবং শফিউল মন্ডলের ছেলে ফারুক হােসেন (৩১)।

জয়পুরহাট র‌্যাব-৫ এর কোম্পানি কমান্ডার একেএম এনামুল করিম বলেন, গােপন সংবাদের ভিত্তিত্তে বেলা ২টার দিকে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা ধামইরহাট-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের বিহারীনগর মাদরাসা মােড়ে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহমূলকভাবে তাদের আটক করে দেহ তল্লাশি করে দুইটি বিদেশি পিস্তল ও চারটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

আব্বাস আলী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।