নওগাঁয় কর আদায়ের পরিমাণও বেড়েছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ১১:১৭ এএম, ১৫ নভেম্বর ২০১৭

চলতি বছর নওগাঁয় করদাতার সংখ্যার পাশাপাশি কর আদায়ের পরিমাণও বেড়েছে। এর মধ্যে সম্প্রতি ২০১৭-১৮ করবর্ষে শেষ হওয়া জাতীয় কর সপ্তাহে করদাতাদের মধ্যে এ বিষয়ে বাড়তি উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

এ বছর করদাতা আটজনকে সম্মাননা স্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়েছে। তারা হলেন, সর্বোচ্চ করদাতা ক্যাটাগরিতে আমিনুল হক, সাধন চন্দ্র মজুমদার এমপি, ইকবাল শাহরিয়ার রাসেল। দীর্ঘমেয়াদী করতাদা ক্যাটাগরিতে দীপক কুমার কুণ্ডু, আব্দুল আজিজ চৌধুরী। নারী করদাতা ক্যাটাগরিতে ডা. ফাতেমা কামরুন নাহার এবং তরুণ করদাতা ক্যাটাগরিতে আবু হামজা। এছাড়া কর বাহাদুর পরিবার সম্মাননা পেয়েছেন শেখ আজাদ হোসেন।

জেলা উপ-কর কমিশনার কার্যালয়ের সার্কেল-৫-এর সহকারী কমিশনার উৎপল হালদার বলেন, করদাতাদের সচেতনতা বাড়াতে স্থানীয়ভাবে ১১টি উপজেলায় মাইকিং, আয়কর মেলা আয়োজন, পত্রিকায় বিজ্ঞাপন দেয়া ও স্থানীয় মিডিয়াগুলোয় প্রচারণার সুফল আমরা পেয়েছি।

এ বছর (২-৫ নভেম্বর) চারদিন ব্যাপী আয়কর মেলায় এক কোটি এক লাখ ৭৪ হাজার ৭৫ টাকা কর আদায় হয়েছে। সেখানে সেবা গ্রহীর সংখ্যা ছিল ৬৪১০ জন, রিটার্ন দাখিলের সংখ্যা ১৮১৬টি এবং নতুন রেজিস্ট্রেশনের সংখ্যা ১২২টি। গত বছর কর আদায় হয়েছিল প্রায় ৯০ লাখ টাকা।

তিনি আরও বলেন, যেসব করদাতা রিটার্ন জমার সময় বাড়ানোর আবেদন করেছেন, তারা সরকার নির্ধারিত বিধি অনুযায়ী চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত এটি জমা দিতে পারবেন। এছাড়া এ সময়ের পর জরিমানাসহ কর আদায় কার্যক্রম সারা বছরই অব্যাহত থাকবে।

আব্বাস আলী/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।