প্রতিমন্ত্রীর জন্য পর্যটক ভ্রমণে নিষেধাজ্ঞা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০১:৫৪ পিএম, ১৫ নভেম্বর ২০১৭

বান্দরবানের থানচি উপজেলার পর্যটন স্পট তিন্দু ও রেমাক্রিতে আগামীকাল ১৬ নভেম্বর ও ১৭ নভেম্বর দু’দিন পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে উপজেলা প্রশাসন।

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপির সফরকে কেন্দ্র করে আবাসন সঙ্কট সৃষ্টির আশঙ্কা এবং আইন-শৃঙ্খলা জনিত কারণে এ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেয়া হয়। থানচি উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগামীকাল সকালে পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর থানচি সদর এবং শুক্রবার থানচির তিন্দু ও রেমাক্রি ইউনিয়ন সফর করবেন। সেখানে কয়েকটি উন্নয়নমূলক কাজ উদ্বোধন করবেন প্রতিমন্ত্রী।

আর এ সফরে জেলা থেকে প্রশাসনের কর্মকর্তা ও দলীয় নেতাকর্মীরা থানচি উপজেলায় যাবেন। যার কারণে তিন্দু ও রেমাক্রিতে যাতায়াতের বাহন ইঞ্জিন বোট এবং আবসিক ব্যবস্থার সঙ্কট দেখা দেবে। এ কারণে পর্যটকদের ভ্রমণের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

প্রসঙ্গত, বান্দরবানের থানচি উপজেলার তিন্দু রেমাক্রি, নাফাখুম ও বড়মদকে শীত মৌসুমে দেশের দূর-দূরান্ত থেকে পর্যটকরা ভ্রমণে যান, সরকারি কোনো হোটেল মোটেল গড়ে না উঠার কারণে সেখান আবাসন সঙ্কট দেখা দেয়।

সৈকত দাশ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।