মামলা করায় আসামিদের হামলা, বাদীসহ আহত ৪
লক্ষ্মীপুরে ৮ লাখ টাকা চাঁদা না পেয়ে প্রাণে হত্যার হুমকির ঘটনায় মামলা করায় বাদী ও তার পরিবারের ওপর হামলা হয়েছে। এতে নারীসহ ৪ জন আহত হয়। বুধবার দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে এ হামলার ঘটনা ঘটে।
আহতরা হলেন- মামলার বাদী সাদ্দাম হোসেন টিটু, তার স্ত্রী মায়মুনা আক্তার, সাদ্দামের প্রতিষ্ঠানের ম্যানেজার অমর সাহা ও ব্যবসায়ী আবুল খায়ের। তাদের সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে নেয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারের নিউ হানিফ অ্যান্ড কোম্পানির মালিক সাদ্দাম হোসেন টিটু দীর্ঘদিন ধরে বিভিন্ন কোম্পানির পরিবেশক হিসেবে ব্যবসা করে আসছেন।
সম্প্রতি রামকৃঞ্চপুর গ্রামের অন্তর, ফয়সাল ও নুরুল হুদা সহযোগীদের নিয়ে সাদ্দামের ব্যবসা-প্রতিষ্ঠানে এসে চাঁদা দাবি করেন। বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে।
গত ২ নভেম্বর বিকেলে অন্তর সহযোগীদের নিয়ে ওই প্রতিষ্ঠানে এসে ৮ লাখ টাকা চাঁদা দাবি করে। এতে সম্মত না হওয়ায় সাদ্দামকে প্রাণে হত্যা করে ক্যাশবাক্স লুট এবং কেরোসিন ঢেলে আগুন জ্বালিয়ে দেয়ার চেষ্টা করা হয়। সাদ্দাম ও তার কর্মচারীদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সহযোগীদের নিয়ে চলে যায় তারা।
এ ঘটনায় ব্যবসায়ী সাদ্দাম বাদী হয়ে গত ৭ নভেম্বর লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেন। এতে অন্তরকে প্রধান করে ৪ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করা হয়।
এর জের ধরে বুধবার অন্তরসহ মামলার আসামিরা সাদ্দামের ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা চালায়। এ সময় তাকেসহ চারজনকে পিটিয়ে আহত করা হয়। ঘটনার সময় প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা ভেঙে ফেলা হয় এবং ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটে নেয়া হয় বলে ব্যবসায়ী অভিযোগ করেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাদ্দাম হোসেন টিটু বলেন, সন্ত্রাসী অন্তর ও তার সহযোগীদের অব্যাহত হুমকি আর হামলার কারণে আমি পরিবার নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। চাঁদা দাবির মামলাটি আদালত ডিবির ওসিকে তদন্ত করতে দিয়েছে। এ জন্য তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। স্বাভাবিকভাবে ব্যবসা পরিচালনা ও নিজেদের নিরাপত্তার জন্য প্রশাসনের হস্তক্ষেপ চাইছি।
এ ব্যাপারে চন্দ্রগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বলেন, সাদ্দামদের পারিবারিক বিষয় নিয়ে হাতাহাতির ঘটনা হয়েছে বলে আমি শুনেছি। তবে কেউ থানায় অভিযোগ করেনি।
কাজল কায়েস/এএম/এমএস