শিবগঞ্জে পরিত্যক্ত কুয়ায় পড়ে নিহত ১


প্রকাশিত: ০৫:৪৪ এএম, ০২ জুলাই ২০১৫

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পরিত্যক্ত কুয়ায় পড়ে বিষাক্ত গ্যাসে মোহাম্মদ ডালিম (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত ডালিম জেলার শিবগঞ্জ পৌর এলাকার সাদিকুল মন্ডলের ছেলে ।
 
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক অহিদুল ইসলাম জানান, বুধবার সকাল দশটার দিকে বাড়ির পাশে পরিত্যক্ত একটি কুয়ায় ডালিমের বালতি পড়ে যায়। তিনি ওই বালতি তুলতে কুয়ায় নামলে বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে পড়েন। এসময় তার ছেলে রবিউল ইসলাম তার বাবাকে উদ্ধারের জন্য কুয়ায় নামলে সেও অসুস্থ হয়ে পড়ে। স্থানীয় লোকজন রবিউলকে উদ্ধার করলেও তার বাবাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে বিষয়টি ফায়ার সার্ভিস ও স্থানীয় থানা পুলিশকে জানালে তারা ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করেন।
 
চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ ফায়ার সার্ভিস দীর্ঘক্ষণ চেষ্টা করে উদ্ধার করতে না পারায় রাজশাহী থেকে একটি দল এসে তাদের সাথে রাতে যোগ দেয়। দীর্ঘ প্রায় ২২ ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার সকাল আটটায় তারা ডালিমের মরদেহ উদ্ধার করে।
 
ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা জানান, কুয়াটি প্রায় শত বছরের পুরনো। কুয়াটি পরিত্যক্ত থাকার কারণে সেখানে কার্বন মনোঅক্সাইড তৈরি হয়। এতে ডালিম মারা যায়। উদ্ধার কাজের সময় তাদের দুই সদস্য অসুস্থ হয়েছিল বলেও তিনি জানান।
 
নিহত ডালিমের মরদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।