ধানখেতে মিলল তরুণীর মরদেহ
নেত্রকোনার কলমাকান্দায় সীমান্তবর্তী রংছাতি ইউনিয়নের বানাইকোনা গ্রামের ধানখেত থেকে অজ্ঞাত তরুণীর (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে ধানখেতে কাজ করতে গিয়ে মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কলমাকান্দা থানায় নিয়ে আসে।
পুলিশ ও এলাকাবাসীর ধারণা, ৪-৫ দিন আগে এ তরুণীকে হত্যা করে মরদেহ ফেলে গেছে দুর্বৃত্তরা। নিহতর পরনে কালো বোরকা রয়েছে।
এ ব্যাপারে ওসি একেএম মিজানুর রহমান বলেন, বানাইকোনা এলাকা থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার ও আলামত জব্দ করা হয়েছে। রোববার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হবে।
কামাল হোসাইন/এএম/আরআইপি