নেত্রকোনায় ছাত্রদলের সভাপতিসহ গ্রেফতার ৬

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৩:২৯ পিএম, ১৮ নভেম্বর ২০১৭

নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবুসহ ছয়জন ছাত্রদলের নেতাকর্মীকে গ্রেফতার করেছে মডেল থানা পুলিশ। শনিবার তাদের গ্রেফতার করা হয়।

দলীয় নেতাকর্মীরা জানায়, কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসানের গ্রেফতারের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করে।

শনিবার বিকেল পৌনে ৪টার দিকে জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবুর নাগড়াস্থ বাসভবনের সামনে সমাবেশের জন্য জড়ো হলে সেখানে ঝটিকা অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবুসহ ছয়জন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ।

এ ব্যাপারে নেত্রকোনা মডেল থানা পুলিশের ওসি আমীর তৈমুর ইলী বলেন, নাশকতা ও অস্থিতিশীল পরিবেশ তৈরির পরিকল্পনার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

কামাল হোসাইন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।