সপ্তাহের ব্যবধানে মাদকসহ ২ কাউন্সিলর আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৮:৩৩ এএম, ১৯ নভেম্বর ২০১৭

নেত্রকোনায় এক সপ্তাহের মধ্যে মাদকসহ দুই পৌর কাউন্সিলরকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের ভাষ্য, গাঁজাসহ শনিবার রাতে পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আবুল কালাম খোকনকে আটক করা হয়েছে। খোকন গাঁজা সেবন করছিলেন। তার কাছ থেকে গাঁজা উদ্ধারও করা হয়েছে।

এরআগে ১৩ নভেম্বর দুপুরে প্রায় ১১ লাখ টাকার হেরোইনসহ ৩নং ওয়ার্ডের কাউন্সিলর শফিকুল ইসলাম খান খোকনকে সুইপার কলোনি থেকে আটক করে পুলিশ। আটকদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও গত ৬ নভেম্বর মদন উপজেলার কাইটাইল ইউনিয়নে মোজাম্মেল হক নামে আরো এক ইউপি সদস্যকে ইয়াবাসহ গ্রেফতার করে পুলিশ।

নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর তৈমুর ইলী বিষয়টি নিশ্চিত করেছেন।

কামাল হোসাইন/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।