কালীগঞ্জে হঠাৎ বোমার বিস্ফোরণ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১১:০১ এএম, ১৯ নভেম্বর ২০১৭

ঝিনাইদহের কালীগঞ্জের মোটর মালিক সমিতির ভবনের সিঁড়ি ঘরের পেছনের দিকে একটি বোমার বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কোনো হতাহত হয়নি।

রোববার দুপুর ১২টার দিকে কে বা কারা বোমাটি নিক্ষেপ করলে তা বিস্ফোরিত হয়ে বিকট শব্দে ধারণ করে। এতে আশপাশের লোকজন ভীত সন্ত্রস্ত্র হয়ে পড়ে। পরে পুলিশ যেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।

ওই বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় অবস্থিত সুমন ক্লিনিকের মালিক রবিউল ইসলাম জানান, তিনি ক্লিনিকে বসে টিভি দেখছিলেন। প্রথমে গাড়ির টায়ার ব্লাস্ট হয়েছে মনে করেন। পরে দেখতে পান ভবনের পেছনের দিক থেকে ব্যাপক ধোঁয়া বের হচ্ছে। তবে কিভাবে বোমাটির বিস্ফোরণ ঘটেছে তা তিনি বলতে পারেননি।

মোটর মালিক সমিতির অফিস সহকারী দেব কিংকর সাহা জানান, বোমাটি বিস্ফোরণের পর বিল্ডিংটি কেপে উঠে। যেখানে বোমা বিস্ফোরিত হয়েছে সেখানকার কাদা-মাটি চারিদিকে ছিটে গেছে। ঘটনার পর তিনি মোটর মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ফরিদ উদ্দীনকে বিষয়টি জানান। পরে ফরিদ উদ্দীন পুলিশকে খবর দেন।

কালীগঞ্জ থানা পুলিশের ওসি মিজানুর রহমান খান বলেন, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠিয়েছেন। তবে সেখানে বোমার কোনো আলামত তিনি পাননি বলে দাবি করেন।

আহমেদ নাসিম আনসারী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।