রায়পুরে জামায়াতের ৫ নেতা গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৩:২৮ এএম, ২০ নভেম্বর ২০১৭
প্রতীকী ছবি

লক্ষ্মীপুর শহর জামায়াতের সভাপতি আবুল ফারাহ নিশানসহ ৫ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে রায়পুর উপজেলার সোনাপুর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- আবুল ফারাহ নিশান, রায়পুর উপজেলা জামায়াতের সেক্রেটারি আবদুল আওয়াল রাসেল ও উপজেলা শাখার সুরা সদস্য আবুল কাশেমসহ ৫ নেতা।

পুলিশ জানিয়েছে, নাশকতার উদ্দেশে ঘটনার সময় জামাতের নেতারা গোপন বৈঠক করছিল এমন পেয়ে সেখানে অভিযান চালানো হয়। এসময় ৫ নেতাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দশম জাতীয় সংসদ নির্বাচনের সময় রাস্তা ও গাছ কেটে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ব্যাপক নাশকতা চালানোর একাধিক মামলা রয়েছে। দীর্ঘদিন তারা পলাতক ছিল।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আজ তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

কাজল কায়েস/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।