নেত্রকোনায় কৃষক হত্যায় একজনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ০৯:২৩ এএম, ২৩ নভেম্বর ২০১৭
প্রতীকী ছবি

নেত্রকোনার আটপাড়ায় কৃষক আবুল মনসুরকে (২৬) কুপিয়ে হত্যার দায়ে আসামি রুবেল মিয়াকে (২৭) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কে এম রাশেদুজ্জামান রাজা আসামির অনুপস্থিতিতে এ রায় দেন।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার মোগলহাটা গ্রামের মো. সিদ্দিক মিয়ার ছেলে আবুল মনসুরের সঙ্গে একই গ্রামের মো. হেলিম মিয়ার ছেলে রুবেল মিয়ার জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। আবুল মনসুর বিগত ২০১২ সালের ৮ অক্টোবর দুপুর আড়াইটার দিকে গনেশের বিলে জমিতে কাজ করতে গেলে রুবেল মিয়া তাকে দা দিয়ে কুপিয়ে হত্যা করে।

এ ব্যাপারে নিহতের বাবা মো. সিদ্দিক মিয়া বাদী হয়ে রুবেল মিয়াসহ তিনজনকে আসামি করে ১০ অক্টোবর আটপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ দীর্ঘ তদন্ত শেষে ২০১৩ সালের ২১ মে আদালতে আসামি রুবেল মিয়ার বিরুদ্ধে চার্জশিট দাখিল করে।

বিজ্ঞ বিচারক নয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামি রুবেল মিয়ার বিরুদ্ধে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আজ এ রায় দেন। রাষ্ট্রপক্ষে পিপি (চলতি দায়িত্বে) অ্যাডভোকেট সাইফুল আলম প্রদীপ এবং আসামিপক্ষে অ্যাডভোকেট দিলোয়ারা বেগম মামলাটি পরিচালনা করেন।

কামাল হোসাইন/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।