বাংলাদেশ আজ খাদ্য রফতানির দেশে পরিণত হয়েছে : যুবলীগের চেয়ারম্যান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০১:৩৮ পিএম, ২৩ নভেম্বর ২০১৭

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নে দেশ এগিয়ে চলছে। শেখ হাসিনার উন্নয়নের কারণেই বাংলাদেশ আজ খাদ্য আমদানির দেশ নয়, খাদ্য রফতানির দেশে পরিণত হয়েছে। বাংলাদেশ অর্থনীতিতে সমৃদ্ধ হচ্ছে। যার কারণে দেশের নিজস্ব অর্থায়নে পদ্মাসেতুও করা সম্ভব হচ্ছে।

বৃহস্পতিবার বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে প্রায় ২৩ বছর পর জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা যুবলীগের আহ্বায়ক একেএম সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, সাংগঠনিক সম্পাদক আজহার উদ্দিন, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, পৌর মেয়র আবু তাহের, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. এহসানুল কবির জগলুল, কেন্দ্রীয় যুবলীগের সদস্য শামছুল ইসলাম পাটোয়ারী, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক শেখ জামাল রিপন ও বায়েজীদ ভূঁইয়া প্রমুখ।

কাজল কায়েস/এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।