প্রধানমন্ত্রী ও হুইপকে হত্যার হুমকি : সেই ডন গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০১:৫৯ পিএম, ২৩ নভেম্বর ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের হুইপ আতিউর রহমান আতিককে শেরপুর থেকে ফেসবুকের মাধ্যমে হত্যা করার হুমকি দেয়াসহ তাদের নিয়ে বাজে মন্তব্য করার অভিযোগে সুলতান (ছদ্দ নাম ডন) নামের এক কলেজ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

বৃহস্পতিবার সকালে গাজীপুর জেলার কোনাবাড়ী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত সুলতান মিয়া (২২) ঝিনাইগাতী উপজেলার জোলগাঁও গ্রামের জমির উদ্দিনের ছেলে এবং শেরপুর সরকারি কলেজের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।

বিকেলে গ্রেফতার সুলতানকে আদালতে সোপর্দ করা হলে তার পক্ষে কোনো আবেদন না থাকায় মুখ্য বিচারিক হাকিম মো. সাইফুর রহমান তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

গ্রেফতার যুবক সুলতান কোনো জঙ্গি সংগঠন বা কোনো অপরাধচক্রের সঙ্গে জড়িত থাকতে পারে বলে গোয়েন্দা বিভাগ ধারণা করছে। পুলিশের আদালত পরিদর্শক (সিএসআই) মো. বদিউজ্জামান এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতার সুলতান রাষ্ট্রের জন্য হুমকিস্বরূপ। তার পক্ষে কোনো আবেদন না থাকায় আদালত তাকে কারাগারে পাঠিয়েছেন।

জেলা গোয়েন্দা বিভাগের (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কোমরুজ্জামান তালুকদার বলেন, আবুল মিয়া (ডন) নামে ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী ও হুইপ আতিউর রহমান আতিককে প্রাণনাশের হুমকিসহ কটূক্তিমূলক স্ট্যাটাস দেয়।

একইসঙ্গে সংসদ ভবন উড়িয়ে দেয়ার হুমকি ছিল তার স্ট্যাটাসে। বিষয়টি রাষ্ট্রের জন্য চরম হুমকিমূলক হওয়ায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

হাকিম বাবুল/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।