সিএনজির ধাক্কায় প্রাণ গেল স্কুলছাত্রের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:৪১ এএম, ২৫ নভেম্বর ২০১৭
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় ফাহাদ হোসেন (১০) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার সকালে উপজেলার চরমোহনা ইউনিয়নের মাইজের পোল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফাহাদ আবদুল আলিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র ও স্থানীয় আলম মিঝির ছেলে। এ ঘটনায় চালক বিল্লাল হোসেন ও তার সিএনজি আটক করে স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল ৮টার দিকে ফাহাদ রাস্তা পার হচ্ছিল। এ সময় রায়পুর থেকে ছেড়ে আসা সিএনজি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রচুর রক্তক্ষরণে তার মৃত্যু হয়। এ সময় সিএনজিসহ চালককে আটক করে স্থানীয়রা।

এ ব্যাপারে রায়পুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সোলায়মান বলেন, নিহত শিশুর পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ তাদের কাছে বুঝিয়ে দেয়া হয়। বিষয়টি স্থানীয়ভাবে সমঝোতা হওয়ায় সিএনজিসহ চালককে ছেড়ে দেয়া হয়েছে।

কাজল কায়েস/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।