পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৬:১২ এএম, ২৮ নভেম্বর ২০১৭
প্রতীকী ছবি

পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে একটি কাঁচামালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে বসাক বাজার নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমতলী এলাকার ফারুক হাওলাদার (৪০) ও আলমগীর হাওলাদার (৩৫)।

পুলিশ সূত্রে জানা গেছে, ঝিনাইদাহ থেকে কাঁচা সবজি নিয়ে (ঢাকা মেট্র ট-১৬-৭৭৯১) ট্রাকটি বরগুনার আমতলী এলাকার দিকে যাচ্ছিলো। পথিমধ্যে চালক ঘুমিয়ে পড়লে সড়কের পাশে থাকা গাছের সঙ্গে ধাক্কা লেগে ট্রাকটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুইজন নিহত হন।

পটুয়াখালী সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মেহেদী হাসান জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মুহিবুল্লাহ চৌধুরী/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।