বালু উত্তোলন বন্ধের দাবিতে জামালপুরে পবা’র মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ১০:৪৭ এএম, ২৯ নভেম্বর ২০১৭

ব্রহ্মপুত্রসহ জামালপুরের সকল নদ-নদী থেকে অপরিকল্পিতভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা) জামালপুর।

বুধবার সকালে শহরের ফৌজদারি মোড় এলাকায় ব্রহ্মপুত্র তীরে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, ব্রহ্মপুত্রসহ জেলার সবকটি নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছেন একশ্রেণির প্রভাবশালী বালু ব্যবসায়ী।

এভাবে বালু উত্তোলনের ফলে মারাত্মকভাবে বিপর্যয়ের মুখে পড়ছে পরিবেশ। অবিলম্বে বালু উত্তোলন বন্ধের আহ্বান জানান বক্তারা। বালু উত্তোলন বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনে যাবার ঘোষণাও দেন তারা।

মানববন্ধনে বক্তব্য রাখের- পরিবেশ বাঁচাও আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কারী আতিক মোরশেদ, জামালপুর শাখার উপদেষ্টা সাংবাদিক এমএ জলিল, সভাপতি শফিক জামান, সহ-সভাপতি জাহাঙ্গীল সেলিম, সাধারণ সম্পাদক ইউসুফ আলী, অ্যাডভোকেট মীর ইমরুল হোসেন অঙ্কুর ও প্রভাষক আশরাফুজ্জামান স্বাধীন প্রমুখ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।