হরিণাকুন্ডুতে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ১০:৫২ এএম, ০২ ডিসেম্বর ২০১৭

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার পার-মথুরাপুর গ্রামে দুই গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১০ জনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হরিনাকুন্ডু থানা পুলিশের ওসি শওকত হোসেন জানান, জেলার হরিনাকুন্ডু উপজেলার পার-মথুরাপুর গ্রামের মাতব্বর মকি বিশ্বাসের সমর্থকদের গরু শুক্রবার বিকেলে একই গ্রামের নিয়ামত মণ্ডলের সমর্থকদের খেতের পালং শাক খেয়ে ফেলে।

এ ঘটনার জের ধরে উভয় গ্রুপের সমর্থকরা শনিবার সকাল ৯টার দিকে পার-মথুরাপুর গ্রামে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় গ্রুপের অন্তত ১৫ জন আহত হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

আহমেদ নাসিম আনসারী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।