পিরোজপুরে ভ্রাম্যমাণ আদালতে ২ জনের কারাদণ্ড


প্রকাশিত: ১২:৪৫ পিএম, ০৬ জুলাই ২০১৫

পিরোজপুরের ভাণ্ডারিয়ায় গাজা কেনার সময় মো. রফিক (৩৫) কে ৬ মাসের ও মো. জাকির হোসেন (৫৫) কে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার দুপুরে স্থানীয় বাসস্ট্যান্ডে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভাণ্ডারিয়ার ইউএনও মো. রুহুল কুদ্দুছ এ কারাদণ্ডাদেশ দেন।

এসময় ১৯৮৩ সালের (১৩৮) যানবাহন অধ্যাদেশ আইনে মো. সোহেল নামের এক মোটরসাইকেল চালকের কাছে হেলমেট এবং মোটরসাইকেলের কোন বৈধ কাগজপত্র না থাকায় ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।

ভাণ্ডারিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আ. হকসহ পুলিশের সহায়তায় বাসস্ট্যান্ডের বাসিন্দা মো. লালের কাছ থেকে গাজা কিনে নিয়ে যাওয়ার সময় তাদের গাজাসহ আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ওই ২ জনকে ১৯৯০ সালে মাদকদ্রব্য আইনের ১৯ এর (১) ধারায় পৃথকভাবে কারা দন্ডাদেশ এবং এক মোটরসাইকেল চালককে ৫শত টাকা জরিমানা আদায় করেন।

হাসান মামুন/এসএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।