গাভির বাছুর নিয়ে বিপাকে গৃহস্থ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ১০:৪২ এএম, ০৫ ডিসেম্বর ২০১৭

টাঙ্গাইলের মির্জাপুরে বৃদ্ধ কৃষকের গোয়াল শূন্য করে তিনটি গরু চুরি করে নিয়ে গেছে চোরেরা। গরু চুরির ঘটনাটি ঘটেছে সোমবার রাতে মির্জাপুর উপজেলা সদরের বাওয়ার কুমারজানি গ্রামে।

চোরের দল গোয়ালের সব গরু চুরি করে নিয়ে গেলেও রেখে যাওয়া সাত দিন বয়সী একটি বাছুর নিয়ে বিপাকে পড়েছেন বৃদ্ধ কৃষক আলমাছ আলী।

খোঁজ নিয়ে জানা গেছে, সোমবার রাতে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামের দরিদ্র বৃদ্ধ কৃষক আলমাছ আলীর গোয়াল ঘরের তালা ভেঙে চোরের দল দুইটি গাভি ও একটি ষাঁড় চুরি করে নিয়ে যায়।

কিন্তু গোয়ালে থাকা সাতদিন আগে জন্ম নেয়া গাভির বাছুরটি চোরের দল রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে কৃষক আলমাছ আলী গোয়াল ঘরের দরজার তালা ভাঙা দেখতে পান।

এ সময় তিনি দেখেন গোয়ালে বাছুরটি ছাড়া কোনো গরু নেই। পরে তিনি বুঝতে পারেন বাছুরটির মা গাভিসহ তিনটি গরু নিয়ে গেছে চোরের দল।

সকালে মা গাভিকে দেখতে না পেয়ে বাছুরটি ডাকা ডাকি করে। এদিক-সেদিক ছোটাছুটি করে কোথাও মা গাভির সন্তান না পেয়ে থেমে থেকে চিৎকার করছে বাছুরটি।

এদিকে, বৃদ্ধ আলমাছ আলীর গোয়াল শূন্য করে চোরের দল সব গরু নিয়ে যাওয়ায় সে এক প্রকার নিঃস্ব হয়ে পড়েন। ক্ষুধার্ত বাছুরটির ডাকা ডাকি শুনলেও অসহায় আলমাছ।

এ বিষয়ে জানতে চাইলে চোরকে উদ্দেশ্য করে কৃষক আলমাছ বলেন, সবই তো নিয়ে গেলি। অবলা বাছুরটি কেন রেখে গেলি? এখন আমি বাছুরটিকে কিভাবে পালবো।

মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হকের সঙ্গে কথা হলে তিনি বলেন, এ বিষয়ে অভিযোগ পাইনি। খোঁজ নিয়ে আইনগত সহযোগিতা দেয়া হবে।

এস এম এরশাদ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।