সাংবাদিক শোয়েবের ৫৭ ধারার মামলাগুলো হাইকোর্টে স্থগিত
হবিগঞ্জের সাংবাদিক শোয়েব চৌধুরীর বিরুদ্ধে তথ্য প্রযুুক্তি আইনের ৫৭ ধারায় দায়ের করা ৪টি মামলার কার্যক্রম স্থগিতাদেশ দিয়েছেন উচ্চ আদালত।
গতকাল সোমবার হাইকোর্টের বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি এটিএম সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। এর আগে মামলাগুলোর স্থগিতাদেশ চেয়ে হাইকোর্টে আবেদন করেন সাংবাদিক শোয়েব চৌধুরী। তার পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট বেলায়েত হোসেন।
উল্লেখ্য, গত বছরের ১২ নভেম্বর সাংবাদিক শোয়েব চৌধুরীর সম্পাদনায় প্রকাশিত স্থানীয় ‘দৈনিক প্রভাকর’ পত্রিকায় প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে ২টি এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে আরও দু’টি মামলা দায়ের হয় তার বিরুদ্ধে। এর মাঝে ৩টি রাজনৈতিক কর্মী ও ১টি সাংবাদিক হারুনুর রশিদ চৌধুরী বাদী হয়ে দায়ের করেন।
উক্ত মামলায় একই বছরের ১৪ নভেম্বর গ্রেফতার হয়ে ৮৪ দিন কারাভোগ করেন শোয়েব চৌধুরী। ইতোমধ্যে ৪টি মামলারই চার্জশিট দাখিল করা হয়েছে। এরমধ্যে হারুনুর রশিদ চৌধুরীর দায়ের করা মামলায় তিনি আদালতে নারাজী আবেদন করেছেন।
সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএএস/এমএস