নওগাঁয় গৃহবধূকে গলা কেটে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৮:৪৯ এএম, ০৬ ডিসেম্বর ২০১৭

নওগাঁয় জীবন নেছা ওরফে মিনি চৌধূরী (৬৫) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যা করেছে দুর্বত্তরা। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের পোস্ট অফিস পাড়ায় গৃহবধূর নিজ বাড়ির রান্না ঘরে এ ঘটনা ঘটে।

গৃহবধূ জীবন নেছা জেলার রানীনগর উপজেলার সাবেক চেয়ারমেন কেসি মশিউর রহমান বাচ্চু চৌধূরীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, শহরের পোস্ট অফিস পাড়ায় ওই বাড়িতে মিনি চৌধূরী একাই ছিলেন। বেলা সাড়ে ১১টার দিকে প্রতিবেশীরা ওই বাড়ি থেকে চিৎকার ও ধস্তাধস্তির শব্দ শুনতে পান। প্রতিবেশীরা ওই বাড়ির দিকে আসতেই অপরিচিত তিনজন লোককে বেরিয়ে যেতে দেখে। এরপর রান্না ঘরে গিয়ে মিনি চৌধূরীর মরদেহ দেখতে পান।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোরিকুল ইসলাম বলেন, তিনজন রং মিস্ত্রী ওই বাড়িতে গত দুই দিন থেকে রঙের কাজ করছিল। ধারণা করা হচ্ছে তারাই এ ঘটনা ঘটাতে পারে। ঘটনার পর থেকে তাদেরকে পাওয়া যাচ্ছে না।

আব্বাস আলী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।