খুনিদের প্রাতিষ্ঠানিক আস্তানা বিএনপি : ইনু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ১০:০৫ এএম, ০৯ ডিসেম্বর ২০১৭

জাসদ সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, দুনিয়ার সব খুনিদের প্রাতিষ্ঠানিক আস্তানা হচ্ছে বিএনপি। খুনি ও লুটেরাদের সিন্ডিকেটের আস্তানা এ বিএনপি হচ্ছে জঙ্গি উৎপাদনের কারখানা।

বিএনপি রাজনীতির বিষফোঁড়া মন্তব্য করে তথ্যমন্ত্রী বলেন, ৭৫’র পর জেনারেল জিয়া রাজনীতির খলনায়ক আর এখন তার স্ত্রী বেগম খালেদা জিয়া হচ্ছে খলনায়িকা। পিঠে দুর্নীতির ছাপ আর হাতে রক্তের দাগ নিয়ে বড় গলায় কথা বলা তাদের মানায় না।

শনিবার দুপুর ১টার দিকে কুষ্টিয়ার ভেড়ামারা ডিগ্রি কলেজে নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন ও নবীনবরণ উপলক্ষে অভিভাবক সমাবেশে এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

তথ্যমন্ত্রী বলেন, মুসলিমলীগ যেমনি ইসলামের দল ছিল না তেমনি বিএনপিও গণতন্ত্রের দল নয়। বাংলাদেশে বিএনপি এবং বেগম খালেদা জিয়া যতদিন সক্রিয় থাকবে ততদিন বাংলাদেশে চক্রান্তের রাজনীতি সক্রিয় থাকবে।

তিনি বলেন, সংবিধান অনুযায়ী ভোট হবে, আর যারা সংবিধানের ভেতরে থাকে তাদের কবর হয় না। যারা বাইরে থাকবে তাদের কবর হবে।

ভেড়ামারা ডিগ্রি কলেজের অধ্যক্ষ শামসুল বারীর সভাপতিত্বে এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল মারুফ, জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলীম স্বপন, জেলা জাসদের সভাপতি গোলাম মহসিনসহ দলীয় নেতাকর্মী, কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সুধীজনরা উপস্থিত ছিলেন।

আল-মামুন সাগর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।