আখেরি মোনাজাতে শেষ হলো মুন্সীগঞ্জের ইজতেমা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ১২:৪৩ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৭

মুন্সীগঞ্জ সদর উপজেলার মীরকাদিমে ধলেশ্বরী নদীর পাড়ে শনিবার সকালে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শেষ হয়েছে।

মোনাজাত পরিচালনা করেন- রাজধানীর কাকরাইল মসজিদের বড় হুজুর মাওলানা ফারুক সায়েদ। লাখো মুসুল্লি এই মোনাজাতে অংশ নেন। আখেরি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করা হয়েছে।

তবে বৃষ্টিতে বিঘ্নিত ঘটেছে মোনাজাতের। বৃষ্টির পানি ইজতেমা প্রাঙ্গণে পড়লে মুসুল্লিদের দুর্ভোগে পড়তে হয়। আখেরি মোনাজাতের পূর্ব নির্ধারতি সময় ছিল বেলা সাড়ে ১১টা।

কিন্তু বৃষ্টির কারণে সময় এগিয়ে আনা হয়েছে। অবশেষে সকাল সাড়ে ৮টার দিকে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে অংশ নিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। মোনাজাতে লাখো মুসুল্লির অংশগ্রহণে শেষ হয় ইজতেমা।

গত বৃহস্পতিবার ফজর নামাজের পর ধর্মীয় ভাবগাম্ভীর্য পরিবেশে শুরু হয় ইজতেমা। ধলেশ্বরী নদীর পাড়ে প্রায় ৬ লাখ বর্গফুট এলাকাজুড়ে ৪টি ভাগে জেলার ৬টি উপজেলার লাখো মুসুল্লির সমাগমের আয়োজন করা হয় ইজতেমা।

ভবতোষ চৌধুরী নুপুর/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।