লালপুরে বিএনপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দিল যুবলীগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ১২:৫৪ পিএম, ০৯ ডিসেম্বর ২০১৭

নাটোরের লালপুর উপজেলা এবং পৌর বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছে যুবলীগ। শুক্রবার রাত ৭টার দিকে গোপালপুর পৌর যুবলীগের সদস্য এবং সাবেক ছাত্রলীগের সভাপতি হৃদয় ইসলাম হায়দারের নেতৃত্বে কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়া হয়। বর্তমানে এখনও তালাবদ্ধ অবস্থায় রয়েছে কার্যালয়টি।

প্রত্যক্ষদর্শী ও বিএনপি নেতারা জানায়, লালপুর উপজেলার গোপালপুর বাজারে অবস্থিত লালপুর উপজেলা এবং গোপালপুর পৌর বিএনপির অফিস।

দীর্ঘদিন ধরে এ অফিসেই বিএনপির যাবতীয় কর্মকাণ্ড পরিচালনা হয়ে আসছিল। শুক্রবার রাতে দলীয় নেতাকর্মীদের নিয়ে অফিসে বসেছিলেন গোপালপুর পৌরবিএনপির সভাপতি ও পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম।

এ সময় যুবলীগের নেতাকর্মীদের আসার খবর পেয়ে বিএনপি অফিস তালাবদ্ধ করে চলে যায় বিএনপি নেতাকর্মীরা। পরে গোপালপুর পৌর যুবলীগের সদস্য এবং সাবেক ছাত্রলীগের সভাপতি হৃদয় ইসলাম হায়দারের নেতৃত্বে ১৫-২০ জন মোটরসাইকেল নিয়ে রাতে বিএনপির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।

এ ব্যাপারে পৌর যুবলীগের সদস্য হৃদয় ইসলাম হায়দার বলেন, পৌর মেয়র ও বিএনপি নেতা নজরুল ইসলাম মোলাম জামায়াত-বিএনপি নেতাকর্মীদের নিয়ে অফিসে সরকারবিরোধী কর্মকাণ্ড পরিচালনা করছিল। খবর পেয়ে আমারা যারা সরকারের পক্ষে রয়েছি তারা গিয়ে বিএনপি কার্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছি।

তবে এ বিষয়ে গোপালপুর পৌর বিএনপির সভাপতি ও পৌর মেয়র নজরুল ইসলাম মোলাম বলেন, কোনো কারণ ছাড়াই যুবলীগের নেতাকর্মীরা বিএনপি অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে। ক্ষমতাসীন দলের ঊর্ধ্বতন এক নেতার নির্দেশে বিএনপি অফিসে তালা ঝুলিয়েছে যুবলীগ।

বিএনপির কার্যালয়ে যুবলীগ নেতাকর্মীদের তালা ঝুলিয়ে দেয়ার বিষয়ে তীব্র নিন্দা জানিয়েছেন, রাজশাহী বিভাগীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তিনি বলেন, এটি শিষ্টাচার-বহির্ভূত এবং আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াপনার বহিঃপ্রকাশ।

রেজাউল করিম রেজা/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।