মাশরাফির নড়াইলে ক্রিকেট লিগ চালুর দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ১১:৪৮ এএম, ১০ ডিসেম্বর ২০১৭

মাশরাফির জেলা নড়াইলে বিভিন্ন দাবিতে মানববন্ধন করেছে ক্রিকেট খেলোয়াররা। রোববার দুপুর ২টায় জেলার ক্রিকেট দলের খেলোয়ার ও ক্রিকেট প্রেমির ব্যানারে শহরের চৌরাস্তা ও জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ক্রিকেট দলের অধিনায়ক আশিকুজ্জামান নয়ন, সহ-অধিনায়ক স্বন্দ্বিপ রায় চৌধুরী বাবু, কাজি আসিফ আল আসাদ সুমন, ফারদিন হাসান অনিক, কাউব খাঁন, সাঈদ রাতুল, আরমান প্রমুখ।

মানববন্ধনে বক্তারা জেলায় নতুন কোনো ক্রিকেট ক্লাব দীর্ঘদিন রেজিস্ট্রেশন না হওয়া, ৩-৪ বছর জেলায় কোনো ক্রিকেট লিগ অনুষ্ঠিত না হওয়া, বিসিবির অনুদানকৃত টাকা, অনুশীলন করার জন্য ক্রিকেট সরঞ্জামসহ মাঠ ও মাঠের পিচ সুবিধা পাওয়াসহ বিভিন্ন দাবি করেন। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের উপ-পরিচালক (ডিডি এলজি শাখা) মো. সিদ্দিকুর রহমানের কাছে স্মারক লিপি প্রদান করেন।

হাফিজুল নিলু/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।