কুষ্টিয়ার আদালতে মাহমুদুর রহমানকে স্বশরীরে হাজিরের নির্দেশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০৩:৩৮ পিএম, ১০ ডিসেম্বর ২০১৭

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানহানি এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে কুষ্টিয়ার আদালতে মামলা হয়েছে।

রোববার দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি ইয়াসির আরাফাত তুষার বাদী হয়ে কুষ্টিয়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর আমলি) আদালতে মামলাটি করেন।

মামলায় মাহমুদুর রহমানকে একমাত্র আসামি করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ২৮ জানুয়ারির মধ্যে স্বশরীরে আদালতে হাজিরের আদেশ দিয়েছেন। বাদীপক্ষে আইনজীবী ছিলেন হাসানুল আসকার হাসু।

মামলায় অভিযোগ করা হয়, ১ ডিসেম্বর ঢাকায় জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল (বিডিসি) আয়োজিত ‘গণতন্ত্র পুনরুদ্ধারে গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক মতবিনিময় সভায় মাহমুদুর রহমান বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি নিয়ে নিন্দা, দেশের সার্বভৌমত্বকে অস্বীকার করে বাংলাদেশকে ভারতের একটি কলোনী হিসেবে আখ্যায়িত করেন এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিক সম্পর্কে মিথ্যা ও মানহানিকর বক্তব্য দিয়েছেন।

বাদীপক্ষের আইনজীবী হাসানুল আসকার হাসু বলেন, আদালত বাদীপক্ষের বক্তব্য শোনার পর দণ্ডবিধির ৫০১/৫০২/৫০৫ ধারায় মামলাটি গ্রহণ করেন এবং মাহমুদুর রহমানকে আগামী ২৮ জানুয়ারি আদালতে স্বশরীরে হাজিরের আদেশ দেন।

আল-মামুন সাগর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।