মুন্সীগঞ্জ হানাদার মুক্ত দিবস আজ
মুন্সীগঞ্জ মুক্ত দিবস আজ ১১ ডিসেম্বর। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার মুক্ত হয় মুন্সীগঞ্জ জেলা। গৌরবময় বিজয়ের ৪৬ বছর পূর্তি উপলক্ষে জেলা প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ ও জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ড বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।
১৯৭১ সালের ৪ ডিসেম্বর চূড়ান্ত যুদ্ধ হয় মুন্সীগঞ্জ শহর সংলগ্ন রতনপুর এলাকায়। এ যুদ্ধে বিভিন্ন এলাকা থেকে সহস্রাধিক মুক্তিযোদ্ধা পাক সেনাদের ৩টি বড় দলের সঙ্গে যুদ্ধে লিপ্ত হয়। পাকসেনারা ধলেশ্বরী নদীতে থাকা গানবোট থেকে মর্টার সেলিং করছিল। এসময় মিত্র বাহিনীর বিমান বহর এসে পড়লে পাকসেনারা পিছু হটে। পরে মিত্র বাহিনীর আক্রমণে পাক সেনাদের গানবোট বিধ্বস্ত হয়। এ যুদ্ধে ৩ পাকসেনার মরদেহ পাওয়া যায়। ১৪ থেকে ১৫ জন স্থানীয় নিরীহ মানুষ মারা যায়।
পরে ১০ ডিসেম্বর রাত ৩টার দিকে প্রচণ্ড শীতের ঘন অন্ধাকারে হানাদার বাহিনী মুন্সীগঞ্জে তাদের সুরক্ষিত দূর্গ হরগঙ্গা কলেজ থেকে পালিয়ে যায়। ১১ ডিসেম্বর ভোরে মুক্তিসেনাদের জয় বাংলা স্লোগানে আর বিজয় মিছিলে উজ্জীবিত হয়ে ওঠেন মুন্সীগঞ্জবাসী। শত্রু মুক্ত হয় পদ্মা, মেঘনা, ধলেশ্বরী ও ইছামতি বিধৌত মুন্সীগঞ্জ জেলা।
দিনি উদযাপন উপলক্ষে সোমবার সকালে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি ফলকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা মুক্তিযোদ্ধা কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে জেলা শিল্পকলা একাডেমি ঘুরে শহরের পুরাতন সড়ক হয়ে মুক্তিযোদ্ধা কার্যালয়ের প্রাঙ্গণে এসে শেষ হয়। এছাড়া বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/জেআইএম