অপকর্মের কাহিনি ফাঁস, তরুণকে বাঁচালো পুলিশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ০২:৫০ পিএম, ১১ ডিসেম্বর ২০১৭

নড়াইলের কালিয়ায় এলাকাবাসীর সহযোগিতায় ও পুলিশের হস্তক্ষেপে সন্ত্রাসীদের হত্যা পরিকল্পনা থেকে রক্ষা পেয়েছে বুদ্ধিপ্রতিবন্ধী কাজের ছেলে মানিক শেখ (১৮)।

আলোচিত তরিকুল হত্যা মামলার আসামি ও তাদের সহযোগীরা গাজীপুর জেলার আব্দুল্লাহপুরের কামার পাড়া থেকে আসা কালিয়া উপজেলার লোহারগাতি গ্রামের ছানাউল্লার বাড়িতে থাকা কাজের ছেলে মানিককে হত্যা করে প্রতিপক্ষ তরিকুল হত্যা মামলার বাদী ও সাক্ষীদের ফাঁসিয়ে দেয়ার ষড়যন্ত্র করেছিল।

শনিবার সন্ধ্যায় উপজেলার নড়াগাতি থানা পুলিশ তাকে উদ্ধার করে হেফাজতে নেয়। পুলিশ ও এলাকাবাসী জানায়, পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গত ২৬ অক্টোবর সকালে এলাকার চিহ্নিত সন্ত্রাসী হত্যা মামলাসহ একাধিক মামলার আসামি কলাবাড়িয়া গ্রামের হাসমত তালুকদারের নেতৃত্বে একই গ্রামের তরিকুল ইসলামকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় হাসমত বাহিনির ২৩ জনসহ আরও কয়েকজনের নাম উল্লেখ করে নিহতের ভাই হবিবার শেখ নড়াগাতি থানায় একটি হত্যা মামলা করেন।

তরিকুল হত্যাকাণ্ডের কয়েক দিনের মধ্যে হাসমত বাহিনি কলাবাড়িয়া গ্রামের (শিবপুর) নূর ইসলাম ওরফে নুড্যা ফকির ও কলবাড়িয়া গ্রামের বৃদ্ধ রুস্তম খাঁকে হত্যা করে প্রতিপক্ষকে ফাঁসানোর পরিকল্পনা করে। এসব পরিকল্পনা ফাঁস হয়ে গেলে গ্রাম ছেড়ে অন্যত্র আশ্রয় নেয় তারা।

২০১৩ সালে হাসমত ও তার সহযোগীরা হাসমতের বাড়িতে ডাল-রুটি খাওয়ার নাম করে তাদের দলীয় লোক কান্দুরী গ্রামের আবুল হোসেন নামে এক যুবককে গলা কেটে হত্যা করে হাসমতের প্রতিপক্ষ কান্দুরী গ্রামের ইলিয়াছ মেম্বারসহ তাদের দলীয় লোককে ফাঁসিয়ে দেয়।

পরবর্তীতে ওই গ্রামের মুজিবর মোল্লার ছেলে শিমুল পুলিশের হাতে ধরা পড়ে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিলে হাসমত বাহিনির অপকর্মের কাহিনি বেরিয়ে আসে।

খোঁজ নিয়ে জানা গেছে, গাজীপুর জেলার আব্দুল্লাহপুরের কামার পাড়ার বাসিন্দা মমিন শেখের ছেলে মানিক শেখ কালিয়া উপজেলার নড়াগাতি থানার লোহারগাতি গ্রামের ছানাউল্লাহ তালুকদারের বাড়িতে প্রায় দেড় বছর পূর্ব থেকে কাজের লোক হিসেবে কর্মরত।

তরিকুল হত্যা মামলা ধামাচাপা দিতে হাসমত বাহিনির লোকজন ওই কাজের ছেলে মানিককে হত্যা করে তরিকুল হত্যা মামলার বাদী পক্ষকে ফাঁসানোর পরিকল্পনা শনিবার দুপুরে ফাঁস হয়ে পড়লে হবিবার শেখ নড়াগাতি থানা পুলিশকে খবরটি জানান।

পরে ওসি বেলায়েত হোসেনের নির্দেশে এসআই নজরুল ইসলাম ওইদিন সন্ধ্যায় অভিযান চালিয়ে লোহারগাতি গ্রাম থেকে মানিককে উদ্ধার করে। ছানাউল্লাহ সন্ত্রাসী হাসমত তালুকদারের চাচাতো ভাইয়ের ছেলে এবং তরিকুল হত্যা মামলার অন্যতম আসামি ইমলাক শেখের শ্যালক।

বিষয়টি নিশ্চিত করে নড়াগাতি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বেলায়েত হোসেন বলেন, তরিকুল হত্যা মামলার আসামিরা বাদী পক্ষকে ফাঁসাতে মানিক নামের বুদ্ধি প্রতিবন্ধী ছেলেটিকে হত্যা করতে পারে মর্মে সংবাদের ভিত্তিতে তাকে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। পরে পরিবারের কাছে মানিককে হস্তান্তর করা হয় বলে জানান ওসি।

এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।