আত্রাইয়ে নব্য জেএমবির দুই সদস্য আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০২:২৩ এএম, ১২ ডিসেম্বর ২০১৭

নওগাঁর আত্রাই উপজেলা থেকে নব্য জেএমবির দুই সদস্যকে আটক করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের কাইসাবাড়ী ব্রিজের পাশ থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার নওদুলি গ্রামের রফিক উল্লাহের ছেলে রবিউল ইমলাম ওরফে রিপন (৩২) এবং ভরতেঁতুলিয়া গ্রামের আজিজ গাদ্দাফির পালিত ছেলে পারভেজ গাদ্দাফি (২৫)।

আত্রাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবারক হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কাইসাবাড়ী ব্রিজের পাশে অভিযান পরিচালনা করে নব্য জেএমবির ওই দুই সদস্যকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদী বই পাওয়া যায়। আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

আব্বাস আলী/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।