নবজাতকটির দায়িত্ব নিলেন ইউএনও

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৩:০৭ এএম, ১২ ডিসেম্বর ২০১৭

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হাষাড়া পালবাড়ির সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। সোমবার রাতে ওই নবজাতকে উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অজ্ঞাত পরিচয় ওই নবজাতকের দায়িত্ব নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম।

তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে নবজাতককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। শিশুটি বর্তমানে সুস্থ রয়েছে। তাকে বিশেষ নজরে রাখা হয়েছে।

পুলিশ জানায়, নবজাতক শিশুটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরবর্তীতে শ্রীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিশুটিকে দেখভালের দায়িত্ব নিয়েছেন। বর্তমানে শিশুটি সুস্থ আছে। ধারণা করা হচ্ছে নবজাতক শিশুটিকে অন্য কোনো স্থান থেকে এনে হাষাড়া এলাকায় ফেলে গেছে দুর্বৃত্তরা।

ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।