ভোলার ইলিশা ঘাটে ট্রাক উল্টে ফেরি চলাচল বন্ধ
ভোলা-লক্ষ্মীপুর রুটের ইলিশা ফেরিঘাটে র্যাম সরে গিয়ে মালবাহী ট্রাক উল্টে পাঁচ ঘন্টা ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। বুধবার বিকেলে র্যাম টেনে কিছুটা সরিয়ে `ফেরি কিষানী` থেকে মালবাহী ট্রাক ও যাত্রী আনলোড করা হয়।
ফেরির দায়িত্বে থাকা ম্যানেজার মো. আবু আলম জানান, লক্ষ্মীপুরের মজু চৌধুরীর ঘাট থেকে ছেড়ে আসা ফেরি কিষানী সকাল ১০টায় ইলিশা ঘাটে এসে পৌঁছায়। এ সময় একটি ট্রাক নামতে গিয়ে র্যাম সরে গিয়ে উল্টে যায়। ওই ঘাটের র্যাম ও পন্টুন ঠিকমত সেট করা হয়নি বলে। তাই ঘন ঘন দুর্ঘটনা ঘটছে বলে বিআইডব্লিউটিএ`র ব্যবস্থাপনাকে দায়ী করেন তিনি।
গত মাসে দুই দফা র্যাম ও পন্টুন বিধ্বস্ত হওয়ায় চার দিন করে আটদিন ফেরি চলাচল করেত পারেনি বলে জানান ফেরির চালকরা।
এদিকে, কয়েকঘণ্টা আটকে থাকায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া যাত্রী ও ব্যবসায়ীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।
অমিতাভ অপু/এআরএ/এমআরআই