মাধবপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত ২

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০৬:২৫ এএম, ১২ ডিসেম্বর ২০১৭

হবিগঞ্জের মাধবপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার রতনপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- পিকআপ চালক শরীয়তপুরের পাচুরাকান্দির বিলাসপুর গ্রামের সোনা মিয়ার ছেলে বিলাল মিয়া ও হেলপার ফরিদপুর জেলার মুন্সিবাঙ্গির মৃত বাবুল মিয়ার ছেলে আবু বকর।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে সবজি ভর্তি সিলেটমুখী একটি ট্রাক উপজেলার রতনপুর পৌঁছলে ঢাকামুখী একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানের চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন জানান, সকালে একটি ট্রাক ও একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপ ভ্যানটির চালক ও হেলপার ঘটনাস্থলেই নিহত হয়েছেন। তাদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে বলে তিনি জানান।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।