‘বৃদ্ধ’ শিশু বায়োজিদ আর নেই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাগুরা
প্রকাশিত: ০৭:০৮ এএম, ১২ ডিসেম্বর ২০১৭

মাগুরার প্রজোরিয়া রোগে আক্রান্ত ‘বৃদ্ধ’ শিশু বায়োজিদ (৬) দীর্ঘ দিন অসুস্থ থাকার পর সোমবার সন্ধ্যায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বায়োজিদের বাবা লাবলু শিকদার জানান, রোববার রাতে বায়োজিদকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার আরও অবনতি হলে সোমবার ভোর সাড়ে ৫টার দিকে তাকে ফরিদপুর মেডিকেলে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যায় সে।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিককেল বিশ্ববিদ্যালয়সহ ঢাকার নামিদামি হাসপাতালে চলে বিরল রোগে আক্রান্ত শিশু বায়োজিদের চিকিৎসা। কিন্তু তার বাবার অর্থিক সংকটের কারণে চিকিৎসা শেষ না হতেই বাড়ি ফিরতে হয় বায়োজিদকে। মৃত্যুর কয়েক দিন আগে সে সর্দি, কাশি, শ্বাসকষ্টসহ নানান জটিলতায় ভুগছিল।

বায়োজিদের মরদেহ মাগুরার মহম্মদপুর উপজেলার বিনোদপুর ইউনিয়নের নিজ বাড়ি খায়িয়া গ্রামে মঙ্গলবার সকাল ১০টায় দাফন করা হয়েছে বলে তার পারিবারিক সূত্র নিশ্চিত করেছে।

আরাফাত হোসেন/আরএআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।