মুন্সীগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দোগাছি এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। নিহতের নাম জুয়েল শেখ (৫৫)।
মঙ্গলবার দুপুরের দিকে এ ঘটনা ঘটে। নিহত জয়েল শেখ একই উপজেলার দোগাছি এলাকার বাসিন্দা। হাইওয়ে পুলিশের সার্জেন্ট বাহারুল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকাগামী মাইক্রোবাস পথচারীকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। হাইওয়ে পুলিশ ঘাতক মাইক্রোবাসটি আটক করেছে।
ভবতোষ চৌধুরী নুপুর/এএম/এমএস