কাজ বন্ধ রাখার ঘোষণা বান্দরবান ঠিকাদার সমিতির

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি বান্দরবান
প্রকাশিত: ০২:২৭ পিএম, ১৪ ডিসেম্বর ২০১৭

বান্দরবানে উন্নয়ন কাজ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ঠিকাদার সমিতি। বৃহস্পতিবার দুপুরে বান্দরবান প্রেস ক্লাব মিলানায়তনে এক সংবাদ সম্মেলনে সমিতিটির পক্ষ থেকে এ ঘোষণা দেন সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান রাশেদ।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে তিনি বলেন, গত ১২ তারিখ দুপুরে বান্দরবান স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোহন চাকমা, এলজিইডি তালিকাভুক্ত ঠিকাদার রফিক আহমেদকে কোনো কারণ ছাড়াই নিজ অফিসে এলোপাতাড়ি মারধর করতে থাকে। মারধরের পরে তাকে প্রাণনাশেরও হুমকি দেন।

লিখিত বক্তেব্যে আরও জানানো হয়, প্রকৌশলী মোহন চাকমাকে অপসারণ না করা পর্যন্ত জেলা সদরে চলতে থাকা উন্নয়ন কার্যক্রম স্থগিত রাখা হবে। এতে প্রায় ২শ কোটি টাকার উন্নয়ন কার্যক্রম স্থগিত থাকবে।

এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বান্দরবান ঠিকাদার কল্যাণ সমিতির উপদেষ্টা লক্ষ্মী পদ দাস, মো. মশিউর রহমান ও সভাপতি সাবিকুর রহমান জুয়েল প্রমুখ। এর আগে বান্দরবান ঠিকাদার সমিতির সদস্যরা জেলা প্রশাসক দিলীপক কুমার বণিকের কাছে স্মারকলিপি দেন।

সৈকত দাশ/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।