রাঙ্গামাটিতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাঙ্গামাটি
প্রকাশিত: ০৬:৩১ এএম, ১৬ ডিসেম্বর ২০১৭
প্রতীকী ছবি

রাঙ্গামাটিতে প্রতিপক্ষের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) তৃণমূলের এক নেতা নিহত হয়েছেন। তার নাম অনল বিকাশ চাকমা প্লুটো (৪২) ওরফে লক্ষী।

শুক্রবার মধ্যরাতে রাঙ্গামাটি সদর উপজেলার বন্দুকভাঙ্গা ইউনিয়নের ধামাইছড়া নামক পাহাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত অনল ইউপিডিএফের বন্দুকভাঙ্গা ইউনিয়নের সংগঠক ছিলেন বলে জানা গেছে।

বন্দুকভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান বরুণ কান্তি চাকমা ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের কাছ থেকে এরই মধ্যে ঘটনাটি জেনেছেন তিনি। নিহত ব্যক্তি ইউপিডিএফের স্থানীয় সংগঠক ছিলেন। মরদেহ উদ্ধারে সকালে পুলিশ ঘটনাস্থল গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে আশপাশের লোকজন গুলির শব্দ শুনতে পান। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, অনল বিকাশ যেই বাড়িতে অবস্থান করছিলেন সেখানে অতর্কিত হানা দেয় ৪-৫ জনের একদল মুখোশপরা সশস্ত্র সন্ত্রাসী। তাৎক্ষণিক তারা তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করে। এতে ঘটনাস্থলেই অনল বিকাশ চাকমা মারা যান।

রাঙ্গামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সত্যজিৎ বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সুশীল প্রসাদ চাকমা/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।