বিজয় দিবসে অর্ধনমিত জাতীয় পতাকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৯:৩৬ এএম, ১৬ ডিসেম্বর ২০১৭

মহান বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রামে চলছে আনন্দ উৎসব। বিজয় দিবসকে ঘিরে নিয়মানুসারে সরকারি-বেসরকারি অফিস-আদালত কিংবা ব্যবসা প্রতিষ্ঠানসহ চারদিকে উত্তোলন করা হয়েছে জাতীয় পতাকা। ব্যতীক্রম ঘটেছে শুধু স্বাস্থ্য প্রকৌশল অধিদফতর (এইচইডি) ভবনে। অফিসটিতে দুপুর একটা পর্যন্ত জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। যেটা মনযোগ কেড়েছে অনেকেরই। বিষয়টির প্রতি তীব্র নিন্দা জানিয়েছেন অনেকেই।

এ বিষয়ে জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু জানান, এমন ঘটনা খুবই দুঃখজনক। এটা নিচু মানসিকতার পরিচয়। এমন দায়িত্বজ্ঞানহীন কর্মকর্তার বিরুদ্ধে দ্রুত রাষ্ট্রীয় ব্যবস্থা নেয়া হবে এমনটাই আশা করি।

তবে স্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের ইঞ্জিনিয়ার মণিকুমার সরমা বলেন, অফিসের পিয়ন ভুলবসত এটা করেছে। আমরা সবাই সকালে বিজয় দিবসের শ্রদ্ধা জানাতে গিয়েছিলাম। পরে আমি যখন জানতে পারি তখনই জাতীয় পতাকা সঠিকভাবে উত্তোলন করা হয়েছে।

জেলা প্রশাসক আবু ছালেহ মোহাম্মদ ফেরদৌস খান বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

নাজমুল হোসাইন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।