কুড়িগ্রামে মুক্তিযোদ্ধাদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০২:০০ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৭

বিজয় দিবসে মুক্তিযোদ্ধা যাচাই-বাছাইয়ে অর্থের বিনিময়ে স্বাধীনতাবিরোধী ও ভুয়া মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করার প্রতিবাদে যাচাই-বাছাই কমিটির সভাপতি কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক ওসমান গণির বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ করেছে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড।

ওসমান গণির বিরুদ্ধে সাড়ে ৭ কোটি টাকা উৎকোচ বাণিজ্যের অভিযোগ তুলেছেন প্রকৃত মুক্তিযোদ্ধারা। এ অভিযোগের ভিত্তিতে ওসমান গণিকে কুড়িগ্রাম জেলায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

বিক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা অভিযোগ করেন, ২০১৪ সালে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয় বাদ পড়া মুক্তিযোদ্ধাদের নতুন করে তালিকা এবং তালিকায় থাকা ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করার সিদ্ধান্ত নেয়।

এরই প্রেক্ষিতে মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ-সাংগঠনিক সম্পাদক ওসমান গণিকে সভাপতি ও নাগেশ্বরী ও ভুরুঙ্গামারী উপজেলায় স্ব-স্ব উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সাত সদস্যের যাচাই-বাছাই কমিটি করা হয়।

কমিটির সভাপতি ওসমান গণি অন্যান্য সদস্যের মূল্যায়ন না করে দুই থেকে পাঁচ লাখ টাকা নিয়ে স্বাধীনতাবিরোধী এবং বয়স হয়নি এমন লোকদের মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্ত করে। এরপর থেকে প্রকৃত মুক্তিযোদ্ধারা একাধিকবার বিক্ষোভ করে প্রতিবাদ জানায়। এছাড়া ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর লিখিত অভিযোগ করেও কোনো সুফল পায়নি।

১৬ ডিসেম্বর শনিবার বিজয় দিবসের কর্মসূচি পালন শেষে ভুরুঙ্গামারী উপজেলার মুক্তিযোদ্ধারা নেহাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে একই স্থানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা মুক্তিযোদ্ধার তালিকায় অমুক্তিযোদ্ধা এবং যুদ্ধকালীন সময়ে বিরোধিতাকারীদের অন্তর্ভুক্তি করায় ভুরুঙ্গামারী, নাগেশ্বরী, ফুলবাড়ি এবং উলিপুর উপজেলার যাচাই-বাছাই কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা কেন্দ্রীয় কমান্ডের সহ-সাংগাঠনিক সম্পাদক ওসমান গণিকে কুড়িগ্রাম জেলায় অবাঞ্ছিত ঘোষণা করেন।

একই সঙ্গে ওসব স্বাধীনতাবিরোধী ও ভুয়া মুক্তিযোদ্ধার নাম যাতে গেজেটভুক্ত হতে না পারে সে ব্যাপারে সরকারের প্রতি আহ্বান জানায়। সমাবেশে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম, উপজেলা সাবেক কমান্ডার মহি উদ্দিন আহম্মেদ প্রমুখ।

নাজমুল হোসেন/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।