৪৬ বছর পর ‘স্বাধীনতা সোপান’

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৩:৪৩ পিএম, ১৬ ডিসেম্বর ২০১৭

স্বাধীন বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠার ৪৬ বছর পর মহান মুক্তিযুদ্ধের চারণভূমি পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে নির্মাণ করা হয়েছে মুক্তিযুদ্ধের স্মারকস্তম্ভ ‘স্বাধীনতা সোপান’।

শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমানের উদ্যোগ ও পরিকল্পনায় নির্মিত ‘স্বাধীনতা সোপান’র উদ্বোধন করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।

উদ্বোধন শেষে ‘স্বাধীনতা সোপান’ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন ভারত প্রত্যাগত শরণার্থী বিষয়ক টাস্কফোর্স চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান’র সভাপতিত্বে সংবর্ধনা সভায় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রণবিক্রম ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মো. শামছুল হক, মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মনছুর আলী প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপিকে মুক্তিযুদ্ধের স্মারকস্তম্ভ ‘স্বাধীনতা সোপান’র ছবি খচিত সম্মাননা স্মারক তুলে দেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।