ট্রাক্টর থেকে পড়ে যুবদল নেতার মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি খাগড়াছড়ি
প্রকাশিত: ০৭:৪৫ এএম, ১৮ ডিসেম্বর ২০১৭

খাগড়াছড়ির পানছড়িতে ট্রাক্টর থেকে পড়ে মো. মনজিল মিয়া (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। তিনি জেলার পানছড়ি উপজেলা যুবদলের পল্লী উন্নয়ন ও সমবায়বিষয়ক সম্পাদক।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার সকালের দিকে নিজের ট্রাক্টরে চালকের পাশে বসে পানছড়ি বাজারে আসার পথে ট্রাক্টর থেকে ছিটকে পড়ে যান তিনি। এ সময় স্থানীয়রা উদ্ধার করে খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।