সোনাগাজীতে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:৩৫ এএম, ১৮ ডিসেম্বর ২০১৭

ফেনীর সোনাগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুরে এক বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতরা ঘর থেকে স্বর্ণালংকারসহ ১২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের।

পুলিশ ও এলাকাবাসী জানায়, রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সফরপুর গ্রামের রহিম উল্যাহর বাড়িতে ১০-১২ জন মুখোশধারী সশস্ত্র ডাকাত হানা দেয়। তারা দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জিম্মি করে ফেলে। এ সময় ৪টি আলমারির তালা ভেঙে ১৫ ভরি স্বর্ণালংকার, নগদ ৩ লাখ টাকা, ৪টি মোবাইল ফোন, ২টি চার্জ লাইট, কাপড়সহ ১২ লাখ টাকার মূল্যবান জিনিসপত্র লুটে নিয়ে গেছে।

সোনাগাজী মডেল থানা পুলিশের ওসি (তদন্ত) হারুনুর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

জহিরুল হক মিলু/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।