ঢাকা-মাওয়া মহাসড়কে যানজট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৬:৫৩ এএম, ২২ ডিসেম্বর ২০১৭

শিমুলিয়া ঘাটে বাড়তি যানবাহনের চাপে শুক্রবার মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কে ৩ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে। এসময় উপজেলার শিমুলিয়া ফেরি ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় সহস্রাধিক যানবাহন রয়েছে।

মাওয়া নৌ-ফাঁড়ির ইনচার্জ সুরজিত ঘোষ জানান, বড় দিনের ছুটি সামনে রেখে দক্ষিণবঙ্গগামী অতিরিক্ত যানবাহনের চাপের কারণে শুক্রবার মহাসড়কের শিমুলিয়া ঘাট থেকে মাওয়া চৌরাস্তা পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। বেলা সাড়ে ১২টা পর্যন্ত যানজটের এই চিত্র পরিলক্ষিত হয়েছে মহাসড়কে।

এদিকে বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, অতিরিক্ত চাপ পড়ায় ১ হাজরের বেশি যানবাহন ফেরি পারাপারের অপেক্ষায় রয়েছে। বর্তমানে নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে। তবে বাড়তি যানবাহন পারাপার করতে হিমশিম খেতে হচ্ছে ফেরি কর্তৃপক্ষকে।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।