শিমুলিয়া ঘাটে যানজট : দুই কর্তৃপক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০৫:২৪ এএম, ২৩ ডিসেম্বর ২০১৭

ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের যোগাযোগের অন্যতম মাধ্যম শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুট। যাত্রী পারাপারের জন্য এই নৌরুটে ১৪০টি লঞ্চ, ৩৬৭টি সি-বোর্ডসহ শতাধিক ইঞ্জিনচালিত ট্রলার রয়েছে। পাশাপাশি যানবাহন পারাপারের জন্য ছোট-বড় ফেরি রয়েছে ১৭টি।

বৈরী আবহাওয়া, নাব্যতা সংকট ও ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের চাপে যাত্রী ও যানবাহন পারাপারে প্রায়শ হিমশিম খেতে হয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষকে। আর এতে চরম বিড়ম্বনার শিকার হন চালক ও যাত্রীসহ সংশ্লিষ্টরা।

চলতি সপ্তাহে কুয়াশার প্রকোপ বেশি থাকায় দুর্ঘটনা এড়াতে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে প্রায়ই রাতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। এমতাবস্থায় কিছুটা যানবাহনের চাপ সৃষ্টি হয় লৌহজংয়ের শিমুলিয়া ঘাট প্রান্তে। তবে তা বেলা বাড়ার সাথে সাথে আবার স্বাভাবিক হয়ে যায় বলে জানিয়েছেন বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) গিয়াস উদ্দিন পাটোয়ারি।

এই কর্মকর্তা অভিযোগ করে বলেন, গত কয়েকদিনের যানজট সৃষ্টি হওয়ার মূল কারণ পুলিশের গাফিলতি। আমি বলবো পুলিশের নিষ্ক্রিয়তা। ঈদের সময়গুলোতে পুলিশ যেভাবে সেবা দেয় তার ন্যূনতম সেবা দেয়নি এই কয়েক দিন। তাই গত তিনদিন মাওয়া মহাসড়কে যানবাহনের লম্বা সারি ছিল। প্রায় সহস্রাধিক যানবাহনের চাপ ছিল ঘাট প্রান্তে।

তবে শুক্রবার রাতে কুয়াশা না থাকায় ফেরি চলাচল স্বাভাবিক ছিলো। তাই আজ শনিবার মহাসড়কে যানজট নেই। যাত্রীবাহী বাস, প্রাইভেট, মাইক্রোবাস এখন অনেকটাই কম। ঘাট টারমিনালে পারাপারের অপেক্ষায় চার থেকে সাড়ে চারশ পণ্যবাহী যানবাহন (ট্রাক) রয়েছে।

দবে অভিযোগ অস্বীকার করে পাল্টা অভিযোগ করেন মাওয়াস্থ ট্রাফিক ইনস্পেক্টর মো. সাজ্জাদ। তিনি বলেন, আমাদের ট্রাফিক বাহিনী, পুলিশ ও নৌ পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী যাত্রীসাধারণের সেবা দিতে সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছে। বরং বিআইডব্লিউটিসি কর্মকর্তা উল্টাপাল্টা গাড়ি ঢুকিয়ে রাস্তা বন্ধ করে দেয়। এমতাবস্থায় আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা তাদের কাজ ঠিক মতো করতে পারছে না। আর এতেই সৃষ্টি হচ্ছে কৃত্তিম যানজট।

তিনি আরো অভিযোগ করে বলেন, আমরা দিনরাত পরিশ্রম করে যাত্রী সেবা দিয়ে থাকি। কিন্তু বিআইডব্লিউটিসি কর্মকর্তারা তাদের ইচ্ছা মতো সিরিয়াল ভেঙে গাড়ি ঢুকিয়ে দিয়ে যানবাহন পারাপারের চেষ্টা করে। এতে পণ্টুনে ওঠার মুখগুলো বন্ধ হয়ে যায়।

ভবতোষ চৌধুরী নুপুর/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।