খেলা নিয়ে দ্বন্দ্বে স্কুলছাত্রকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বরিশাল
প্রকাশিত: ০৬:২৬ এএম, ২৩ ডিসেম্বর ২০১৭

বরিশাল নগরীর ফলপট্টি এলাকায় ক্রিকেট খেলার ব্যাট দিয়ে পিটিয়ে আবির রবি দাশ (১৫) নামে এক স্কুলছাত্রকে হত্যার খবর পাওয়া গেছে। শনিবার ভোরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই কিশোরের মৃত্যু হয়।

নিহত আবির রবি দাশ ফলপট্টি এলাকার জয় রবি দাশের ছেলে। সে বরিশাল একে স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল।

নিহতের প্রতিবেশীরা জানান, শুক্রবার বিকেলে সহপাঠী মিরাজের সঙ্গে খেলার সময় দ্বন্দ্ব লাগে রবি দাশের। এসময় রবিকে ক্রিকেটের ব্যাট দিয়ে আঘাত করে মিরাজ। গুরুতর অবস্থায় তাকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

বরিশাল কোতয়ালি মডেল থানার সহকারী কমিশনার ফরহাদ সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সাইফ আমীন/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।